× Warning! Check your Cooke | Total Visitor : 86821

রাজশাহী

Published :
29-12-2023
10:06:45am

Total Reader: 120



বাগমারায় নৌকার সমর্থকের ওপর হামলা অব্যাহত


রাজশাহী অফিস : রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর (১, ২, ও ৩ নং ওয়ার্ড) গিতা রাণী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সোয়া ৫ টার দিকে  তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সানডাল গ্রামে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থক সর্বহারা সাবেক সদস্য আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু স্ত্রী ও তার সহযোগীরা এই হামলা করেন বলে গিতা রানী জানিয়েছেন।

তাহেরপুর ২নং ওয়ার্ডের এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকালে নারী কর্মীদের নিয়ে নৌকার পক্ষে ওই এলাকায় গণসংযোগে যায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী গিতা রাণী। এসময় বাগমারা এলাকার সর্বহারার সাবেক নেতা আর্ট বাবুর স্ত্রী ও তার আত্মিয়সহ কয়েকজন মহিলা মিলে নৌকার ওই গণসংযোগে অতর্কিত হামলা চালায়। এতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর গিতা রাণীসহ কয়েকজন আহত হয়। পরে আহত গিতা রাণীকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘তাহেরপুরে নারী কাউন্সিলরসহ কয়েকজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আর্ট বাবু ও তার স্ত্রী সহসর্বহারা পার্টির কিছু চিহ্নিত সন্ত্রাসী ভাড়া করে এনে এনামুল এমন সহিংসতা চালাচ্ছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনস্থলেপিুলিশ প্রেরণ করা হয়েছে।

এসংক্রান্ত আরো সংবাদ :




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903